৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অতিরিক্ত টাকা আদায় ও নির্দিষ্ট দোকানে বাধ্য করার প্রতিবাদে মানববন্ধন

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
রবিবার (৪ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা কেনার নামে একটি নির্দিষ্ট দোকান থেকে পণ্য কিনতে বাধ্য করছেন। নির্ধারিত দোকান থেকে কিনতে হলে অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, যা সাধারণ ও দরিদ্র অভিভাবকদের পক্ষে বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
আরও অভিযোগ করা হয়, অধ্যক্ষের দেখিয়ে দেওয়া দোকান থেকে ব্যাগ, ড্রেস ও জুতা না কিনলে শিক্ষার্থীদের বিনামূল্যের পাঠ্যবই দেওয়া হচ্ছে না। এমনকি বাইরে থেকে একই মানের পণ্য কম দামে কিনলেও দোকানের সিলিপ দেখাতে না পারলে বই আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের জোরপূর্বক বাণিজ্য ও আর্থিক অনিয়ম শিক্ষার পরিবেশকে ধ্বংস করছে এবং শিক্ষার্থীদের মৌলিক অধিকার লঙ্ঘন করছে। অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত অধ্যক্ষের অপসারণ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিম পারভেজ বলেন,
“অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মানববন্ধনের আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top