মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার বাড়ী ভাংচুর ও লাশ পোড়ানো মামলায় ২৭জন আলেম কারাবন্দি রয়েছেন। তাদের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন রাজবাড়ী জেলা ঈমান আকিদাহ রক্ষা কমিটি।
রবিবার (০৪ জানুয়ারি) সকালে রাজবাড়ী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন, রাজবাড়ী জেলা ঈমান আকিদাহ রক্ষা কমিটির আহবায়ক হাফেজ মাওলানা ইলিয়াছ মোল্যা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, নুরাল পাগলার ইসলাম বিদ্বেষী কার্যক্রমের প্রতিবাদে গত বছরের ৫ সেপ্টেম্বর শান্তিপুর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম। সেখান থেকে কিছু উৎশৃঙ্খল লোক হামলা চালায়। এতে অনাকাঙ্খিত ঘটনা ঘটে। হামলাকারীরা আমাদের নিয়ন্ত্রয়ণের বাইরে ছিল। এতে উভয়পক্ষের সংঘর্ষে একজন নিরিহ লোক নিহত হয়। হামলা চালিয়ে নুরাল পাগলের বাড়ী ভাংচুর ও কবর থেকে লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় রাজবাড়ীর নিরীহ আলেম-ওলামাদের নিদোষ ২৭জন আলেমকে ফাঁসানো হয়। দীর্ঘ ৪মাস কারাবন্দি রয়েছেন। তাদের পরিবার পরিজন মানবেতর জীবন-যাপন করছেন। এদের মধ্যে একজনের স্ত্রী অন্তসত্বা থাকায় হাসপাতালে ভর্তি। আমরা আইনী ভাবে লড়াই করেছি। তাদের জামিন হচ্ছে না। আমরা সকল আলেমদের নিঃশর্ত মুক্তি দাবী করছি।
সংবাদ সম্মেলনে আইয়ুব আলী খান, মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, কেএ মুহিত হিরা, আবুল কাসেম মন্ডল, কোরবান আলী, আলামিন, মাওলানা রফিকুল ইসলাম সহ ঈমান আকিদাহ রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।