৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪৭ হিজরি

গুলিস্তানে বাসচাপায় গুরুতর আহত সাংবাদিক মতিউর রহমানের কেটে ফেলতে হলো বাম পা

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে বাসা থেকে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকা ডিভিশনাল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রুদ্র বাংলা পত্রিকার সম্পাদক মতিউর রহমান। গুরুতর জখমের পর চিকিৎসকদের সিদ্ধান্তে তাঁর বাম পায়ের হাঁটুর নিচের অংশ অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটে গত বুধবার (৩১ ডিসেম্বর) গুলিস্তান মোড়ে। জানা যায়, মুগদা এলাকার বাসা থেকে রওনা হয়ে ফুটপাতের পাশে দাঁড়িয়ে যাত্রাবাহনের অপেক্ষায় থাকার সময় হঠাৎ উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা ‘উৎসব পরিবহনের’ একটি বাস (নং—ঢাকা মেট্রো-ব ১৫–৬৬০৯) তাঁকে চাপা দেয়। এতে তাঁর বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর আশপাশের পথচারী ও যাত্রীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার স্বার্থে পরে তাঁকে মিরপুর টেকনিক্যাল মোড়ের BIHS জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সার্জারি বিভাগের ডা. আবু সাঈদ খানের তত্ত্বাবধানে ৪ জানুয়ারি অস্ত্রোপচার করে তাঁর হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে হয়।

বর্তমানে তিনি হাসপাতালের কেবিন নং ৩০৭/১-এ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সকলের কাছে দোয়া ও আশু সুস্থতার প্রার্থনা জানিয়েছেন সাংবাদিক মতিউর রহমান ও তাঁর পরিবার।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top