৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪৭ হিজরি

মাদুরো গ্রেপ্তারের পর কলম্বিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্পের প্রকাশ্য হুঁশিয়ারি, কিউবার পরিস্থিতি নিয়েও মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক:

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেপ্তার হওয়ার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে প্রকাশ্য কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিয়েও উদ্বেগজনক মূল্যায়ন দিয়েছেন তিনি।

রোববার (৪ ডিসেম্বর) গভীর রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইঙ্গিত দেন, প্রয়োজনে কলম্বিয়ার বিরুদ্ধেও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তাঁর ভাষায়, কলম্বিয়া বর্তমানে “একজন অসুস্থ মানুষের হাতে পরিচালিত” একটি দেশ, এবং সেই নেতৃত্ব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোকেন উৎপাদন ও সরবরাহে জড়িত।

ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলা অসুস্থ—কলম্বিয়াও অসুস্থ। এটি এমন একজনের নেতৃত্বে চলছে, যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে চায়। তবে সে এটা বেশি দিন চালিয়ে যেতে পারবে না।” সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার কাছে এটা খারাপ কোনো বিকল্প মনে হচ্ছে না।”

কিউবার প্রসঙ্গে ট্রাম্প মন্তব্য করেন, দেশটিতে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে—কারণ নিজস্ব অর্থনৈতিক দুর্বলতা ও ভেনেজুয়েলার তেলের ওপর অতিনির্ভরতার কারণে দেশটি “ভেঙে পড়ার পথে” রয়েছে। তাঁর দাবি, নতুন আয়–উৎসের অভাব এবং জ্বালানি সুবিধা কমে যাওয়ায় কিউবার অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে।

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বহু কিউবান–আমেরিকান কিউবার এই রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের সম্ভাবনাকে স্বাগত জানাতে পারেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top