৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ইয়াবাসহ আটক যুবকের মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালীতে ২ পিস ইয়াবা ট্যাবলেট, ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক মোঃ জনি শেখ (২৮) নামে একজনকে মোবাইল কোর্টে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছে। সে কালুখালী উপজেলার মোহনপুর এলাকার মোঃ শুকুর আলী শেখের ছেলে।

রবিবার (০৪ জানুয়ারি) বিকাল ৪ টায় আইনশৃঙ্গখলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় মোঃ জনি শেখকে দুই পিস অ্যাম্ফিটামিনযুক্ত  ইয়াবা ট্যাবলেট ও এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে ধৃত হয়। পরবর্তীতে মোবাইল কোর্টের নিকট অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ ধারা অনুযায়ী অভিযুক্তকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয় এবং কারা পরোয়ানামূলে জেলহাজতে প্রেরণ করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস সাদাত মাহমুদ উল্লাহ। এ সময় কালুখালী থানার এসআই রুবেল শেখ ও সঙ্গীয় পুলিশ ফোর্স সার্বিক সহায়তা প্রদান করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top