খাজা মঞ্জুর মাহমুদ, সরাইল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
৪ঠা জানুয়ারি রবিবার বিবাল ৪টায় সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় কমিটি অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি জনাব ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।
সভাপতির বক্তব্যে ইন্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা নমিনেশন দাখিল করেছে দল তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলের স্বার্থে দল যে সিদ্ধান্ত নিয়েছে তা ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সকলে মেনে নিয়ে জোট সমর্থিত মাওলানা জুনায়েদ আল হাবিবকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
জোটের প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সরাইল উপজেলা বিএনপি সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ মোহাম্মদ শামীম, জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন, সরাইল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন মাস্টার, আশুগঞ্জ বিএনপি’র সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী প্রমুখ।
দোয়া ও আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও সরাইল উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোট সমর্থিত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।