মো. শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল সংসদীয় আসনে প্রার্থী বাছাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। রোববার (৪ঠা জানুয়ারি) ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ১০ জন প্রার্থীর মধ্যে ৫ জনের প্রার্থিতা অর্থাৎ মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট প্রার্থীদের নথিপত্র পর্যালোচনা করে এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেন।
এতে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী, জামায়েত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ফুলকপি প্রতীকের প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চাঁন, গণফোরামের উদীয়মান সূর্য্য প্রতীকের প্রার্থী লুৎফর বারী হামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সাইদুর রহমান এবং জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী হাসমত মাহমুদ তারিক। অন্যদিকে, ভোটার তালিকায় অসংগতি ও ঋণ খেলাপির কারণে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলকৃত প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী হাসিনা খান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী এমডি মামুন বিন আব্দুল মান্নান ও স্বতন্ত্র প্রার্থী পিন্টু চন্দ্র বিশ^ শর্মার মনোনয়ন পত্রে ভোটার তালিকা অসংগতি ছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ড.এ. আর খান ও খেলাফত মজলিসের প্রার্থী শামছুল ইসলাম রহমানি ঋণ খেলাপির কারণে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়।