মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের নির্দেশনায় এবং জনাব মোঃ এমাদুল হক, পুলিশ পরিদর্শক, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), চাঁপাইনবাবগঞ্জ-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরী-এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম ইং-০৩/০১/২০২৬ তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে।
অভিযানটি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামে পরিচালিত হয়। এ সময় মোঃ আব্দুল মান্নান (৩০), পিতা—মৃত আলীম হোসেন ও কালু, মাতা—মোসাঃ ফাতেমা বেগম, সাং—সাহাপাড়া বৈরাগীপাড়া, ইউপি—মনাকষা, থানা—শিবগঞ্জ, জেলা—চাঁপাইনবাবগঞ্জ-এর দক্ষিণ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৬০ (ষাট) বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে। এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।