মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। এই যোগদানকে স্থানীয় রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রোববার (৪ জানুয়ারি) রাতে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে তাদের বিএনপিতে বরণ করে নেওয়া হয়। ফুলেল শুভেচ্ছার মাধ্যমে নতুন সদস্যদের দলে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার।
বিএনপি নেতাকর্মীরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীর একযোগে বিএনপিতে যোগদান দলটির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটি বিএনপির জন্য ইতিবাচক বার্তা বহন করছে বলে তারা মনে করছেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, “নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, ভোটাধিকার হরণ ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানুষ আজ বিএনপির দিকে ঝুঁকছে। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র কার্যকর রাজনৈতিক শক্তি।”
তিনি আরও জানান, রাতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের চূড়ান্ত তালিকা হাতে পেলে সঠিক সংখ্যা নিশ্চিত করা যাবে। এদের মধ্যে কেউ কেউ নিষিদ্ধ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন, আবার কেউ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন না বলেও উল্লেখ করেন তিনি।
এই যোগদানকে কেন্দ্র করে সৈয়দপুর ও আশপাশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এ ঘটনা ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।