সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) রাতে ধুনট থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন, সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১২ জন, নিয়মিত মামলার ১ জন এবং পূর্বের মামলার ৫ জন আসামি রয়েছেন।
সব মিলিয়ে মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – ধুনট উপজেলার প্রতাপ খাদুলী গ্রামের মৃত নেহাজ উদ্দিনের ছেলে আওয়ামী লীগের কর্মী মো. শফিকুল ইসলাম (৫৫), উপজেলার সাতটিকড়ী গ্রামের মাদক মামলার আসামি সারণির ছেলে মো. কবির রানা (১৯), এফআইআর মামলার আসামি মো. লয়া মিয়া, মো. শহিদুল ইসলাম ও মো. মুনছের আলী।
এছাড়াও গ্রেপ্তার হয়েছেন সন্ধা খাতুন, শরিফুল ইসলাম, রুবেল আলম, মরুবেল মন্ডল, রিন্টু, হাসান, মর্জিনা খাতুন, বেল্লাল হোসেন, চায়না খাতুন ও লুৎফর রহমানসহ অন্যান্যরা। ধুনট থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ২০ জন আসামিকে সোমবার সকালে বগুড়া জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।