৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

পুঠিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিহাব আলম সম্রাট, স্টাফ রিপোর্টার, রাজশাহী:

গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পুঠিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলা কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মিলাদ মাহফিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওয়াশিম আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২০০৮, ২০১৮ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহা: আসাদুজ্জামানের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিতি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, সাবেক ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান আ: রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওয়াশিম আলী, সাবেক যুবদল সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: এরশাদ আলী, বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রায়হান সরদার হিরো সহ বিএনপির সঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top