সিহাব আলম সম্রাট, স্টাফ রিপোর্টার, রাজশাহী:
গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী, বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় পুঠিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও উপজেলা কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মিলাদ মাহফিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওয়াশিম আলী এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী (২০০৮, ২০১৮ ও ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম জুম্মা এবং পুঠিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হায়াত মোহা: আসাদুজ্জামানের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিতি ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, পুঠিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রেজা, সাবেক ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান আ: রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওয়াশিম আলী, সাবেক যুবদল সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মো: এরশাদ আলী, বানেশ্বর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রায়হান সরদার হিরো সহ বিএনপির সঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।