৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির ও খান ডায়াগনস্টিক সেন্টারের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত ও শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখার ছাত্রশিবির ও খান ডায়াগনস্টিক সেন্টারের মাঝে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত রবিবার (৪ জানুয়ারি ২০২৫) স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য খান ডায়াগনস্টিক সেন্টারে যেকোন পরীক্ষা সেবা গ্রহণ করলে ৪০% ছাড় নিশ্চিত করা হয়।

জাককানইবির পক্ষ থেকে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ রিমন এবং খান ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক জনাব মো: আবু ফয়সাল খান।

এসময় নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ রিমন বলেন,

“ছাত্রশিবির একটি শিক্ষার্থীবান্দব সংগঠন।শিক্ষার্থীদের কল্যাণেই মূলত ছাত্রশিবির কাজ করে।শিক্ষার্থীদের কি কি সুবিধা দিতে পারি এই চিন্তা থেকেই মূলত এই উদ্যোগটা নেওয়া।’শিক্ষার্থীদের জন্য আমাদের কাজ করা উচিত’ –এই প্রেরণা থেকেই নেওয়া হয় এই উদ্যোগটি।শিক্ষার্থীদের কল্যাণে,আমাদের সাধ্য ও সামর্থের আলোকে যতটুকু পারা যায় করছি ও ভবিষ্যতেও করব।”

তিনি আরও জানান,
“আমাদের বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ শহর থেকে দূরে, এই ব্যাপারটাকে সামনে রেখে আমাদের এই পদক্ষেপ।জরুরি মুহূর্তে রোগীকে ময়মনসিংহ শহরে নিয়ে যাওয়াটা কঠিন হয়ে পরে।আবার সরকারি হাসপাতালে অনেক সময় সবরকম সুবিধা পাওয়া যায় না।
সেই তাগিদ থেকে আগে থেকেই চেষ্টা করছিলাম।দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও ক্যাম্পাস বন্ধ থাকায় ক’দিন দেরি হলো।যাইহোক,অবশেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।এখন থেকে শিক্ষার্থীরা এই হাসপাতাল থেকে সুবিধা নিতে পারবে।”

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি এবং মোমেনশাহী মহানগর সেক্রেটারি সাআদ কবির, বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মো: রাসেল মিয়া।
মোঃ সেক্রেটারি রাসেল মিয়া বলেন,

“বিশ্ববিদ্যালয়ের ব্যাথার দান (মেডিক্যাল সেন্টার ) থেকে শিক্ষার্থীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না।এক্ষেত্রে স্বাস্থ্যসেবার জন্য ময়মনসিংহ শহরে যাওয়াটা শিক্ষার্থীদের জন্যে দূরে হয়ে যায়।এখানে শিক্ষার্থীরা ৪০% ছাড়ে ভালো মানের স্বাস্থ্যসেবা পাবে।পাশিপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিতে দূরত্ব ও ভোগান্তি কমবে বলে আশা করছি।”

সার্বিকভাবে ছাত্রশিবির প্রত্যাশা করছে, খান ডায়াগনস্টিক সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কাছেই অবস্থিত হওয়ায় শিক্ষার্থীরা শহরে না গিয়েই উন্নত প্রযুক্তির মেশিনারিজের মাধ্যমে সূলভ মূল্যে রোগ নির্ণয় করতে পারবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top