মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের পূর্ব বারইকরণ (হাজী বাড়ি) এলাকায় নবপ্রতিষ্ঠিত অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ মডেল মাদ্রাসা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা আব্দুল মতিন আকন। সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ তারিখে
আলেম-ওলামায়ে কেরামের উপস্থিতিতে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন সম্পন্ন হয়।
উদ্বোধনী বক্তব্যে আলেমরা বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিতের সমন্বয়ে নৈতিক মানবসম্পদ গঠনে এ মাদ্রাসা ভূমিকা রাখবে। প্রাথমিকভাবে নাসারী বিভাগ চালু রয়েছে এবং পর্যায়ক্রমে হাফেজীসহ অন্যান্য বিভাগ চালুর পরিকল্পনা রয়েছে।
নলছিটি পৌর এলাকার সবুজবাগের কৃতি সন্তান তারেক নিজ অর্থায়নে তার গ্রামের বাড়িতে প্রতিষ্ঠানটি নির্মাণ করেন। নতুন এ শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অলাভজনকভাবে পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানান।