৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

কলকাতায় সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, চিকিৎসা এগোনো সম্ভব নয়—পরিবারের সিদ্ধান্তে বাসায় নেওয়ার প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ থেকে পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক অবস্থার অবনতির কারণে তার চিকিৎসা আর এগিয়ে নেওয়ার সুযোগ নেই। এ অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

সূত্র জানায়, কলকাতার বাসায় ফিরিয়ে নেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে লাইফ সাপোর্ট ও প্রয়োজনীয় চিকিৎসা সুবিধার মাধ্যমে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ শারীরিক অবস্থা মারাত্মকভাবে খারাপ হয়ে পড়লে প্রায় অচেতন অবস্থায় তাকে বাইপাস এলাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে পৌঁছানোর পর থেকেই ভেন্টিলেশনে রাখা হয়।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ওবায়দুল কাদের। হাসপাতাল সূত্র জানায়, ভর্তি হওয়ার আগেও তিনি কলকাতার নিউ টাউনের বাসায় অক্সিজেন সাপোর্টে ছিলেন। শুরুতে চিকিৎসায় সামান্য সাড়া মিললেও তার অবস্থা সার্বিকভাবে সংকটাপন্নই ছিল।

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেন ওবায়দুল কাদের। গত জুনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কলকাতায় অবস্থানের বিষয়টি স্বীকার করে জানান, কিছুদিন আত্মগোপনে থেকে ২০২৪ সালের নভেম্বরে তিনি দেশ ত্যাগ করেন।

২০১৬ সাল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা এই নেতা ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ছিলেন। নোয়াখালী-৫ আসন থেকে তিনি টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top