৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে নীলফামারীতে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীন বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে জেলা যুব ভবন মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) নাইম হাসান খান।

তিনি বলেন, দক্ষতা উন্নয়নই টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুললে দেশ অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশিদুল হক এবং জেলা যুব কার্যালয়ের ডেপুটি কো-অর্ডিনেটর মাহবুবুল আলম। তাঁরা যুবকদের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

যুব উন্নয়ন অধিদপ্তর জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক হাসান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার ট্রেডের প্রশিক্ষক নজরুল ইসলাম।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, এ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় পোষাক ট্রেড, কম্পিউটার, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিংসহ বিভিন্ন ট্রেডে মোট ২৫৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীরা আত্মকর্মসংস্থান ও দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top