৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

জকসু নির্বাচন: উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার পর আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বেলা ৩টা পর্যন্ত। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও প্রত্যাশা লক্ষ করা যাচ্ছে।

সকাল ৮টার দিকে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। লাইন ধরে শিক্ষার্থীরা ভোটকেন্দ্রে প্রবেশ করছেন, আর ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। দুই পর্যায়ের নির্বাচনে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

ভোটগ্রহণের জন্য ৩৯টি কেন্দ্র ও ১৭৮টি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৩৮টি কেন্দ্র কেন্দ্রীয় সংসদের জন্য এবং একটি কেন্দ্র হল সংসদের জন্য নির্ধারণ করা হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, স্বেচ্ছাসেবক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এদিকে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবমুখর আবহ। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক জানিয়েছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দীর্ঘদিনের প্রতিনিধিত্বের সংকট কাটিয়ে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার প্রত্যাশা করছেন জবিয়ানরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top