৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে পরিবেশ রক্ষায় মানববন্ধন

মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী জেলা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দেশ-বিদেশে সুপরিচিত গজনী অবকাশ কেন্দ্রের পরিবেশগত ভারসাম্য রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।

সোমবার ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও ‘ভয়েস অব পুওর পিপল’। গজনী অবকাশ কেন্দ্রসংলগ্ন এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ গজনী অবকাশ কেন্দ্র দীর্ঘদিন ধরে পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে অপরিকল্পিত স্থাপনা, বনভূমি ক্ষয় এবং পরিবেশ দূষণের কারণে এর স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে পড়েছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই গুরুত্বপূর্ণ পর্যটন ও প্রাকৃতিক সম্পদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা গজনী অবকাশ কেন্দ্রের পরিবেশ সংরক্ষণে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ, অবৈধ দখল ও দূষণ বন্ধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি জোরদারের দাবি জানান। পাশাপাশি স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় আরও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার দাবিতে প্রয়োজনে ভবিষ্যতেও ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top