মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
সারা দেশের অন্যান্য কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ঘোষিত ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন।
সোমবার শিক্ষার্থীরা ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সমাবেশের মাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন যৌক্তিক দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে বাধ্য হয়েই তারা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, তাদের একাডেমিক স্বীকৃতি, কারিগরি মর্যাদা, চাকরিতে ন্যায্য অধিকারসহ মোট ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে। দাবি আদায় না হলে কর্মসূচি আরও জোরদার করার কথাও জানান তারা।
এদিকে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণার ফলে ইনস্টিটিউটের নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শিক্ষার্থীরা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।