নিজস্ব প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর দেশে কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তা জাতির অজানা নয়। প্রকৃত অপরাধীদের আড়াল করতেই জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে — এমন মন্তব্য করেন তিনি।
সোমবার রাত সোয়া ২টার দিকে জামিনে মুক্ত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর টঙ্গীর বাসায় গিয়ে তার ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে যেভাবে মামলা ও হয়রানি করা হচ্ছে, তা স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মাধ্যমে আসল দোষীদের রক্ষা করা হচ্ছে।
এ সময় সুরভী-সংক্রান্ত ঘটনায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি আহ্বায়ক। তার অভিযোগ, নির্বাচনের সময় একটি বিশেষ দলকে সুবিধা দিতে কিছু গণমাধ্যম পক্ষপাতমূলক আচরণ করছে, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ও নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। সাক্ষাতে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এর আগে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর সোমবার সন্ধ্যায় গাজীপুরের আদালত সুরভীকে চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন। রাত সোয়া ৮টার দিকে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন। এর আগে দুপুরে তাকে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেওয়া হলে আদালতপ্রাঙ্গণে বিক্ষোভ হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে।
জামিনে মুক্ত হয়ে সুরভী বাসায় ফেরার পর নাহিদ ইসলাম টঙ্গীতে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।