৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে পাহাড় ও ফসলি জমি কাটার সময় ট্রাক্টরসহ এক্সাভেটর ফেলে পালাল ভূমিদস্যুরা, প্রশাসনের জব্দ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের বাবু ডাইং ও হোসেন ডাইং এলাকায় পাহাড় ও ফসলি জমি কাটার অভিযোগে অভিযান চালিয়ে মাটিভর্তি একটি ট্রাক্টরসহ একটি এক্সাভেটর মেশিন জব্দ করেছে প্রশাসন।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ডাইং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ২০ দিন ধরে বাবু ডাইং এলাকায় অবস্থিত প্রাকৃতিক টিলা ও পাহাড় কেটে আসছিল নয়াগোলা এলাকার স্থানীয় ভূমিদস্যু ফারুক হোসেন। একই সঙ্গে হোসেন ডাইং এলাকায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপ সয়েল) কেটে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ভূমিদস্যুরা মাটিভর্তি ট্রাক্টর ও এক্সাভেটর মেশিন রেখে পালিয়ে যায়। পরে প্রশাসন এসব যানবাহন ও মেশিন জব্দ করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ মুঠোফোনে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় জড়িত ব্যক্তিরা পালিয়ে গেলেও মাটিভর্তি ট্রাক্টর ও এক্সাভেটর মেশিন জব্দ করে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top