৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে দুই শতাধিক অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোনের উদ্যোগে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি ) সকাল ১০টায় দীঘিনালা উপজেলার নয়মাইল ও বুদ্ধপাড়া এলাকায় এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ওমর ফারূক, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
মেজর মোঃ তৌকির আহমেদ, এসইউপি, পিএসসি (ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক),
ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী,
লেফটেন্যান্ট আজমাঈন আহনাফ বিন খালেদ,
এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন।
এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সেনাবাহিনীর এই সামাজিক ও মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় উপকারভোগীরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top