৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে অসহায় মানুষের মাঝে ৫৩ বিজিবি’র কম্বল বিতরণ

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চলমান তীব্র শীতের কারণে বিপর্যস্ত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী সেক্টর ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রামে ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, রাজশাহী সেক্টর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিজিবির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কর্নেল সৈয়দ কামাল হোসেন বলেন, “বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।”

তিনি আরও বলেন, “বিজিবির মূলনীতি ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ বাস্তবায়নে প্রতিটি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজ এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের সামান্য স্বস্তি দিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”

ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং সীমান্ত এলাকার মানুষের সার্বিক জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top