৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

শিবগঞ্জে ৪৯৭ বোতল অবৈধ ফেনসিডিল উদ্ধার, অভিযান চালিয়েছে র‍্যাব-৫

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাপাড়া এলাকা থেকে ৪৯৭ বোতল অবৈধ মাদক ফেয়ারডাইল (ফেনসিডিল) উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, রাজশাহী।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ এর একটি বিশেষ আভিযানিক দল শাহাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানায় র‍্যাব।

র‍্যাব আরও জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে র‍্যাব সর্বদা তৎপর এবং এ বিষয়ে সাধারণ জনগণকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top