মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে যৌথ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশী অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের মৃত আকমল খানের ছেলে লিটু খান (৪০) ও একই ইউনিয়নের মুছিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ আরিফ খান (৫০)।
সোমবার (০৫ জানুয়ারি) দিবাগত রাতে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ ও গাবলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছে রাজবাড়ীর আর্মি ক্যাম্প।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফের নেতৃত্বে সোমবার দিবাগত রাত আড়াই টার দিকে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুছিদহ ও গাবলা গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুই জনকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি রিভলবার, একটি রিভলবারের গুলি, একটি ওয়ান শুটার গান, সাতটি ওয়ান শুটার গানের গুলি, দুটি চায়নিজ কুড়াল, দুটি দেশীয় রামদা, একটি চাকু, একটি ইলেকট্রিক শক মেশিন, একটি ভরা মদের বোতল, পাঁচটি খালি মদের বোতল, দুটি হকিস্টিক এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, গ্রেপ্তারকৃত দুই জনকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যাবস্থা চলমান রয়েছে।