মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
বাংলাদেশ তামাক বিরোধী জোট , ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর উদ্যোগে এবং দু:স্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস) এর আয়োজনে ৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগে জরুরী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্যানেল-১ মোঃ জামাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুহুল আমিন ও পরিবার-পরিকল্পনার ইউনিয়ন পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম।
এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দুমাউস’র ঝালকাঠি সদর শাখার ব্যবস্থাপক অশোক কুমার বড়াল, মগর ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর সাঈদা আক্তার সহ ইউপি সদস্যবৃন্দ ,উদ্যোক্তা ,চকিদার ,দফাদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় সভাপতিত্ব করেন দুস্থ মানব উন্নয়ন সোসাইটি(দুমাউস) এর কো-অর্ডিনেটর আবুল হাসান। সভা সঞ্চালনা করেন দুমাউস’র প্রধান হিসাব রক্ষক ও অডিটর মোঃ আব্দুর রশিদ হাওলাদার।