নিজস্ব প্রতিনিধি:
উত্তরের জেলা নওগাঁয় বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। বুধবার (৭ জানুয়ারি) সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ পর্যন্ত সর্বনিম্ন।
এর আগের দিনও তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে পারদ উল্লেখযোগ্যভাবে নেমে যাওয়ায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, সকাল ৯টা পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই পুরো জেলা ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। দিনের সময়ও অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না; ঘন কুয়াশা ও মেঘে চারপাশ আচ্ছন্ন থাকায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
শহরের বরুণকান্দি এলাকার রিকশাচালক দবিরুল ইসলাম বলেন, ‘দুই দিন ধরে খুব বেশি শীত পড়ছে। লোকজন বাইরে কম বের হচ্ছে, ফলে আগের মতো ভাড়াও হচ্ছে না। তবু দু-মুঠো ভাতের জন্য গাড়ি চালাতে হচ্ছে।’
বদলগাছী কৃষি ও আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, আকাশে মেঘ ও বাতাস থাকার কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা কীভাবে পরিবর্তিত হতে পারে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।