৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

জকসু নির্বাচন: ৮ কেন্দ্রের ফলে শীর্ষ তিন পদেই এগিয়ে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল

নিজস্ব প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে শীর্ষ তিনটি পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে। এর মধ্যে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোটের ব্যবধান মাত্র ৬।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যায়, ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৮১০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮২৫ ভোট, আর ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে একই প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।

যদিও শীর্ষ তিন পদ ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে আছে, তবুও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। নির্বাহী সদস্য পদগুলোর কয়েকটিতেও ছাত্রদল প্যানেলের প্রার্থীদের ভালো অবস্থান দেখা যাচ্ছে।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ভোটগণনা কিছু সময়ের জন্য স্থগিত থাকে। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও এখনো পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত পৌনে ১টার দিকে পাঁচ ঘণ্টা বিরতির পর পুনরায় গণনা শুরু হয়। বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মাত্র ৮টি কেন্দ্রের গণনা শেষ হয়েছে, বাকি রয়েছে ৩১ কেন্দ্রের ভোট।

ঘোষিত ফলাফলের কেন্দ্রগুলো হলো—নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল, ফার্মেসি, সিএসই, মাইক্রোবায়োলজি, ফিন্যান্স ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top