খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে শশীগঞ্জ দক্ষিণ বাজার হাসপাতালের সামনে উপজেলা শ্রমিকদলের সভাপতি ইকবাল হোসেন লিটন গ্রুপ এবং যুবদল নেতা গিয়াসউদ্দিন হাওলাদার–মিজান গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন।
তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহতদের মধ্যে মো. রুবেল (৩৫) হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আল আমিন (২৫)–কে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করলেও তারা স্বইচ্ছায় সদর হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলে চলে গেছেন।
ইকবাল হোসেন লিটনের দাবি, ২০১৭–১৯ সালের পুরোনো দোকান লুটপাটের হিসাব বুঝে নিতে গেলে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সবুজ তালুকদারকে ধরতে যান। এ সময় গিয়াস ও মিজানের নেতৃত্বে তার লোকজনের ওপর হামলা চালানো হয়।
অন্যদিকে গিয়াসউদ্দিন হাওলাদার জানান, লিটন গ্রুপ দুপুরে ব্যবসায়ীদের গালিগালাজ ও মারপিট করলে স্থানীয়রা প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। এতে তাদের কয়েকজন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইন-শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছেন।
তজুমদ্দিন থানার ওসি মো. আব্দুস সালাম বলেছেন, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।