মোঃ নজরুল ইসলাম শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নালিতাবাড়ী থানার পোড়াগাঁও ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি নিজেকে কসমেটিকস বিক্রেতা হিসেবে পরিচয় দিত বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরপরই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত একত্রিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। পরে নালিতাবাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
ভুক্তভোগী নারীর পরিবারের পক্ষ থেকে আইনি পদক্ষেপের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।