৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

শেরপুরে বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতা-কর্মী

মোঃ নজরুল ইসলাম শেরপুর প্রতিনিধি:

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেরপুর জেলা প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিনের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন।

যোগদানকারী নেতাদের মধ্যে ছিলেন আন্দোলনের সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ তিন শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তব্যে ফারহান ফুয়াদ তুহিন বলেন, সামনে জাতীয় নির্বাচনকে ঘিরে দেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিই সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ দল হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা
বিএনপিতে যোগদান করেছি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, শেরপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে জেলায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top