৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঝিনাইগাতী বাজারে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদের বিরুদ্ধে অভিযান, জরিমানা

মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতী বাজারে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৬ জানুয়ারি ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে ঝিনাইগাতী বাজারের দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে শামীম ইলেকট্রনিকসকে ২ হাজার টাকা এবং মনা ইলেকট্রনিকসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝিনাইগাতী এবং জেলা প্রশাসন, শেরপুরের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top