মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ (৭ জানুয়ারি) রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় নাজিরপুর ইউনিয়ন যুবদল নেতা আবুল মাসুদ টাইগার এর আয়োজনে গুরুদাসপুরে নাজিরপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে দোয়া ও শীত বস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন, এ.হাই তালুকদার ডালিম, সভাপতি, নাটোর জেলা যুবদল।
বিশেষ অতিথি ছিলেন, মোস্তাফিজুর রহমান স্বপ্ন, সহ-সভাপতি, নাটোর জেলা যুবদল, ইমরুল হুদা পাপ্পু, সহ-সভাপতি, নাটোর জেলা যুবদল, এসএম রওশন, তথ্য ও গবেষনা সম্পাদক, নাটোর জেলা যুবদল।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা ওলামা দল।
প্রধান বক্তা ছিলেন, এম সময় হাসান, আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল,
আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আবুল মাসুদ টাইগার, নাজিরপুর ইউনিয়ন যুবদল।
এছারাও উপস্থিত ছিলেন, সালেহ আহমেদ বিপুল, সভাপতি, নজিরপুর ইউনিয়ন যুবদল, ইমান আলী দুলু, যুগ্ম আহ্বায়ক, নাজিরপুর ইউনিয়ন যুবদল, মোঃ আকরাম হোসেন, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, মোঃ রিপন শিং, যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা যুবদল, মাসুদ রানা প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, আব্দুল আলিম প্রামানিক, আহ্বায়ক সদস্য ও সাবেক সহ-দপ্তর সম্পাদক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল প্রমুখ সহ নাজিরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ রাকিবুর রহমান রাজা, যুগ্ম-আহ্বায়ক, নাজিরপুর ইউনিয়ন যুবদল।
এসময় শতাধিক অসোহায় ও দুস্থ মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরন করা হয়।