৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৭ হিজরি

বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগ: রাজাপুরে মাদ্রাসা অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

মো. মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটুক্তির অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় রাজাপুর কামিল মাদ্রাসার সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন পনির মৃধা, মাসুম, রবিউল ও সায়েম আকনসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরকে কেন্দ্র করে অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন মাদ্রাসার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপত্তিকর মন্তব্য করেন। সেখানে তিনি লেখেন— “বাংলাদেশের আরেক নাটকীয়তার অবসান ঘটলো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের একজন রাজনৈতিক নেত্রীর মৃত্যু নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত অসৌজন্যমূলক, অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। তারা অভিযোগ করেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হলে অধ্যক্ষ মাদ্রাসার প্যাডে লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয়দের পাশাপাশি এক সংবাদকর্মীর বিরুদ্ধেও মামলা করার হুমকি দেন। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়।

মানববন্ধনে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগও উত্থাপন করা হয়। বক্তারা দ্রুত তদন্ত করে অধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেনকে তার পদ থেকে অপসারণের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অধ্যক্ষের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারীরা এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top