১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৭ হিজরি

কালুখালীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালী উপজেলায় ৫৪তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) বিকেলে ৩ টায় কালুখালী উপজেলার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুই দিনব্যাপী আয়োজিত এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় কালুখালী উপজেলার মোট ৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শামস সদাত মাহমুদ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মশাররফ হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বলেন,পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সহমর্মিতা তৈরি করে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই তাদের সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই।

ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয় খাগজানা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানটির আয়োজন করে কালুখালী উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top