মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বোয়ালখালী নতুন বাজার পরিচালনা কমিটি ও সাধারণ ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আজ বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বোয়ালখালী নতুন বাজার প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ আফসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সুমন মিয়া।
এছাড়া দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি ডা. মোঃ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী বাজার পরিচালনা কমিটির সভাপতি সুবাস সাহা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদ হোসেনসহ বাজারের ব্যবসায়ীরা।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বোয়ালখালী ইসলামিয়া মাদ্রাসার পরিচালক আবদুল্লাহ আল মেহেরি।
অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।