৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৭ হিজরি

ধানের শীষ আমাদের জন্য নিয়ামত এ কারণে আমরা আজ ঐক্যবদ্ধ: রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী হারুন অর রশীদ

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী মোঃ হারুন অর রশীদ বলেছেন, ধানের শীষ আমাদের জন্য নিয়ামত, ধানের শীষের কারণে আমরা আজ ঐক্যবদ্ধ। আগামী দিন গুলোতে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করব। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে মাথায় হাত দিয়ে বা ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে ভোট চাইলে, আমাদের দলের একটা স্ট্রাজিতো আছে, আমরাও তা নিয়ে কাজ করবো। আমাদের সর্বজন শ্রদ্ধেয় সাবেক এমপি নাসিরুল হক সাবু আমাদের সাথে কাজ করবেন। তিনি এ দলের নেতৃত্ব দিবেন বলে আমরা বিশ্বাস করি। তার সাথে আমরা কেউ এমন আচরণ করব না তিনি যেন কষ্ট না পায়।

বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) দুপুরে পাংশা শহরের আব্দুল মালেক প্লাজায় বিশ্বাস কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কৃষক দলের পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।

পাংশা উপজেলা কৃষক দলের সভাপতি মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা,পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, রাজবাড়ী জেলা কৃষক দলের আহবায়ক মোঃ আয়ুবুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্ আলম,  পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, পাংশা পৌর কৃষক দলের সভাপতি দেলোয়ার সরদার, সাধারণ সম্পাদক মহিদ প্রমুখ।

এ সময় পাংশা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিতি সভায় কৃষক দলের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ পরিচিতি সভায় বিএনপি, যুবদল, কৃষকদলসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ১২ ফ্রেরুয়ারীর নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। সেই সাথে সকল নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে সাক্ষাৎ ও ভোট প্রার্থনা করার অনুরোধ জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top