মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদী গ্রামে চুরি করে ঘাসকাটা বাধা দেওয়ায় ক্ষেত মালিক সুমন মাহমুদ ( ৩২) কে প্রান নাশেন হুমকি দিচ্ছে প্রতিপক্ষরা। এ বিষয়ে ক্ষেত বালিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
উপজেলার বহরপুর ইউনিয়নের কুবদী গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে ঘাস ক্ষেত মালিক মোঃ সুমন মাহমুদ জানান, কুবদী গ্রামে রেল রাস্তার পাশে আমার ঘাস ক্ষেত থেকে ৮/৯ দিন পূর্ব থেকে কে বা কাহারা ঘাস কেটে নিয়ে যায় আমি বিষটি নিশ্চিত হবার জন্য গত ৭ জানুয়ারী সন্ধ্যায় আমার ঘাস ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকি, একই গ্রামের মৃত আজাদ শেখের ছেলে আফিজ শেখ কে ঘাস ক্ষেতের মধ্যে কাচিঁসহ পাই, তার কাছে ঘাস কাটার বিষয়টি জানতে চাইলে সে বলে তার বাবা আজাদ শেখ তাকে ঘাস কাটতে বলেছে। আফিজ শেখ কে ধরে স্থানীয় মঞ্জুর দোকানের দিকে নিতে গেলে সে চিৎকার চেচামেচি করতে থাকে, সে নাবালক হয়ায় আমার ভাই তাকে ছেরে দিতে বললে, তখন আমি তাকে ছেরে দেই। এঘটনায় আফিজ শেখের বাবা আজাদ শেখ ও একই গ্রামের মৃত তাহের শেখের ছেলে রফিক শেখ আমাকে প্রাননাশের হুমকি দেয়, আমার জীবনের নিরাপত্তার জন্য থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুর রব তালুকদার বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।