৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রজব, ১৪৪৭ হিজরি

মোহনগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেপ্তার

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণার মোহনগঞ্জ থানার পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) মোহনগঞ্জ থানা পুলিশের উদ্যোগে পরিচালিত অভিযানে উত্তর দৌলতপুর এলাকা থেকে মোঃ দুলাল মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মদ উদ্ধার করা হয়।
চুরি মামলায় গ্রেপ্তার করা হয় হৃদয় মিয়া (২৮), পিতা সোহেল মিয়া, গ্রাম আলোকদিয়া পূর্বপাড়া এবং রাকিব মিয়া (২১), পিতা রুকন মিয়া, গ্রাম আলোকদিয়া ধনপুর।
একই অভিযানে স্টেশন রোডের শাপলা আবাসিক হোটেলের সামনে থেকে মোঃ সোলাইমান (২৫) কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে।
এছাড়া অভিযানে কুলপতাক এলাকার বাসিন্দা প্রতাব চন্দ্র সরকার ও ছানা রঞ্জন সরকারকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি পুলিশ আইনে মোঃ আমিনুল ইসলাম (২৪) কে আটক করা হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃত সকল আসামিকে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিধি মোতাবেক নেত্রকোণা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top