মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী খান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খোন্দকার রফিকুল ইসলাম, পিপিএম।
এ সময় আরো উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মাঈনুল ইসলাম, পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আহ্বায়ক এ.কে. এম মনোয়ারুল ইসলাম।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাংশা কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, সাবেক ভিপি ও উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সাবেক ভিপি হাবিবুর রহমান রাজাসহ কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীরা।
দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।