মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
মুরাদনগরের সিংহাড়িয়ায় বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ৮ জানুয়ারি বৃহস্প্রতিবার বিকেলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব হাবিব মাষ্টার এর সভাপতিত্বে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র নেতা জনাব মুহাম্মদ শহীদুল্লাহ । এছাড়াও উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাকিম ঈদন মিয়া , মুহাম্মদ হুমায়ুন আহমেদ, মুহাম্মদ আবুল কালাম আজাদ, মুহাম্মদ মুসলিম মিয়া,
প্রধান অতিথির বক্তব্যে জনাব মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক ছিলেন। আমরা তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেছি। তিনি দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন জনাব তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে কুমিল্লা ৩ মুরাদনগর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ৫ বারের সাবেক সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী সাবেক হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্র পুনরুদ্ধার, বিএনপির নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।