মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ এবং ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ০৮ জানুয়ারি ২০২৬ খ্রি. দুপুর ১টা নাগাদ শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে উক্ত এলাকার বাসিন্দা মোঃ আজম আলী ওরফে আজিম (৫৫) এর বসতবাড়ির আশপাশ থেকে একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা গাছটির উচ্চতা প্রায় ১০ (দশ) ফুট এবং কাঁচা ডালপাতাসহ গাছটির ওজন আনুমানিক ৫ (পাঁচ) কেজি।
এছাড়াও একটি বাজার ব্যাগের ভেতরে থাকা হালকা নীল রঙের দুইটি পলিথিন প্যাকেটে মোড়ানো গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ১ (এক) কেজি এবং অপর প্যাকেটে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ১ কেজি ৪০০ গ্রাম।
অভিযানকালে অভিযুক্ত মোঃ আজম আলী ওরফে আজিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি মৃত ফারাজ আলীর ছেলে এবং মৃত জুবাইদা বেগমের সন্তান। তার বাড়ি ধোবড়া গ্রাম, শাহাবাজপুর ইউনিয়ন, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
এ ঘটনায় উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।