১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৭ হিজরি

রুমিনের অশালীন বক্তব্যে সরাইল উপজেলা বিএনপির নিন্দা

খাজা মঞ্জুর মাহমুদ,সরাইল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত নেত্রী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সরাইল উপজেলা বিএনপি।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা জ্ঞাপন করে দাবি করা হয় জোটের প্রার্থীর কাছে রুমিন ফারহান তার নিজের নিশ্চিত পরাজয় জেনেই বিভ্রান্তিকর ও অশালীন বক্তব্য দিচ্ছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। বক্তব্যের এক পর্যায়ে রুমিন ফারহান জেলা বিএনপির সভাপতিকে নিয়ে একটি অশালীন মন্তব্য করেন। তার এ বক্তব্যকে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের অর্জিত সুনাম ক্ষুন্ন করার হীন চেষ্টা বলে মনে করে সরাইল উপজেলা বিএনপি।

স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা আলোচিত সমালোচিত এ বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের বিএনপি সমর্থিত জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল- হাবিবকে ইঙ্গিত করে রোহিঙ্গা প্রার্থী বলে মন্তব্য করেন। এবং জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রচারণায় অংশগ্রহণ করায় উনাকে ইঙ্গিত করে বলেন, বিগত আওয়ামীলীগের আমলেও দেখতাম সদরের এমপি সরাইল-আশুগঞ্জ নিয়ে মাতব্বরি করতো, এখনও সে-ই একই চিত্র দেখতে পাচ্ছি। বক্তব্যে তিনি আরো বলেন সদরের এমপি এখানে ঘুরে কেন? সদরে কি ব্যালট বাক্স ছাপানো হয়ে গেছে নাকি? সে কি এখনই নিজেকে পাশ মনে করছে যে নিজের নির্বাচন বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে পড়ে থাকে।

তার এই অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সরাইল উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে। উপজেলা বিএনপি তাৎক্ষণিকভাবে অশালীন বক্তব্যের নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রদান করে।
পাশাপাশি উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ অবস্থান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top