নিজস্ব প্রতিনিধি:
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ইতিহাসের সব স্বৈরশাসকের মতো ট্রাম্পকেও একদিন ক্ষমতা হারাতে হবে।
খামেনি বলেন, ‘রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহ অহংকারের চূড়ায় পৌঁছেই পতনের মুখে পড়েছিল। ট্রাম্পেরও সেই পরিণতি হবে।’ তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তির মদদে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তবে এসব ষড়যন্ত্রের কাছে ইরান মাথা নত করবে না।
চলমান বিক্ষোভ প্রসঙ্গে খামেনি বলেন, কিছু গোষ্ঠী মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতেই সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করছে। তাঁর ভাষায়, ‘ট্রাম্প যদি সত্যিই একটি দেশ চালাতে জানতেন, তাহলে আগে নিজের দেশের সমস্যাগুলো সমাধান করতেন।’ তিনি তরুণদের উদ্দেশে ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান।
এদিকে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে শুরু হওয়া আন্দোলন গত দুই সপ্তাহে আরও তীব্র হয়েছে। বিভিন্ন শহরে সরকারি ভবনে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরান সরকার বৃহস্পতিবার রাত থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়, যা টানা অন্তত ১২ ঘণ্টা কার্যত পুরো দেশকে অফলাইনে রাখে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এই অস্থিরতায় এখন পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় ২ হাজার ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ক্রমবর্ধমান বিক্ষোভ, কড়া সরকারি দমননীতি এবং আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে ইরানের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।