১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৭ হিজরি

ডিমলায় সাংবাদিকদের সাথে জামা য়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তারের মতবিনিময়: ‘সুশৃঙ্খল সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম’

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভায় মিলিত হয়েছেন নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং আসন্ন সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।

​বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পোস্ট অফিস মোড় সংলগ্ন সদর ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিমলা সদর ইউনিয়ন জামায়াতের আমীর ও মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত মাওলানা নূর মোবাশ্বেরের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।

সভার শুরুতে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান। তিনি বলেন, “একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রাজনীতিবিদ ও সাংবাদিকদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা প্রয়োজন। স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগের কথা তুলে ধরতে সাংবাদিকরা যে সাহসী ভূমিকা পালন করেন, তাকে আমরা সম্মান জানাই। আজকের এই সভার মূল লক্ষ্য হলো পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং আগামীর সুন্দর ডিমলা গড়তে মতবিনিময় করা।”

প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। তিনি তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। আমরা এমন একটি সমাজ চাই যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। আপনারা যদি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সাহসিকতার সাথে তুলে ধরেন, তবে সমাজ থেকে অন্যায়, জুলুম ও দুর্নীতি নির্মূল করা সম্ভব হবে।”

​তিনি আরও বলেন, “উন্নয়ন ও অগ্রগতির পথে গণমাধ্যম হলো সরকারের ও রাজনৈতিক দলগুলোর দিকনির্দেশক। আমি আশা করি, দেশ ও জনস্বার্থে আপনারা দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকবেন এবং আমাদের গঠনমূলক সমালোচনা করে সঠিক পথে চলতে সহায়তা করবেন।”

উক্ত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রুকনুজ্জামান বকুল, নায়েবে আমীর অধ্যাপক হাবিবুর রহমান, সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন লেবু, ডোমার উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম এবং ডিমলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রহমত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
​সভায় ডিমলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক উন্নয়নের নানা দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top