১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৭ হিজরি

তারেক রহমানের বগুড়া আগমন ঘিরে জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকাল ৩টায় বগুড়া জেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামদুদুর রহমান সানজাদ, সহ-সভাপতি মিথুন, মসিউর রহমান, আনোয়ার হোসেন, শামীম, অভি, আহসান হাবিব, সাদ্দাম হোসেন, শাহাবুদ্দিন ও মাসুদ রানা।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিক রাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রুকু, নাইম ইসলাম, নাসতাইন, রিহাদ, শাহ ইসতিয়াক ইমন, আতিক, নাহিদ, হালিম ও হাবিবুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক রনি আহমেদ ও হানিফ তাজওয়ার, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক রিশান দীপ, দপ্তর সম্পাদক সোহান ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক।

এছাড়া বগুড়া শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব ও সদস্য সচিব রাফিউল আল আমিন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম এবং সদস্য সচিব সোহাগ হোসেনসহ জেলা ছাত্রদলের ২৮টি ইউনিটের নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় তারেক রহমানের আগমনকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মসূচি সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ছাত্রদলকে ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top