মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে শীতের হিমেল বাতাসে যখন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবন হয়ে ওঠে আরও কঠিন, ঠিক তখনই মানবতার উষ্ণ বার্তা নিয়ে পাশে দাঁড়াল বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপ। সংগঠনটির উদ্যোগে জেলার তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে সদর উপজেলার পলাশবাড়ী ডিগ্রি কলেজ মাঠে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’র পৃষ্ঠপোষকতায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের কনকনে সকালে কম্বল পেয়ে অসহায় মানুষের চোখে-মুখে ফুটে ওঠে স্বস্তি ও কৃতজ্ঞতার হাসি—যা পুরো আয়োজনকে করে তোলে আবেগঘন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপের ভারপ্রাপ্ত সভাপতি ব্রিগেডিয়ার জে. সামছুল আলম খান।
তিনি বলেন, “শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকেন সুবিধাবঞ্চিত মানুষ। তাদের পাশে দাঁড়ানো শুধু দয়ার বিষয় নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। স্কাউট অ্যান্ড গাইড ফেলোশীপ সবসময় মানবিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত আছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক রাসেল রহমান শিমুল, নির্বাহী সদস্য মোস্তফা কামাল অপু, প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সাদেক হোসেন সনি, আশিকুর রহমান, শহীদ জাহান, পলাশবাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুর রহিম, সহকারী অধ্যাপক হৃষিকেশ রায়সহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এ উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকার তিন শতাধিক দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মানবতার এই হাতছানি প্রমাণ করে—সহমর্মিতা ও দায়িত্ববোধ থাকলে সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলোর জীবনেও কিছুটা হলেও উষ্ণতা ফিরিয়ে আনা সম্ভব।