১০ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪৭ হিজরি

জুলাই বিপ্লব সবার এটা কারো একার কেডিট নয় কোন গোষ্ঠি একক দাবী করার চেষ্টা করছে: মোঃ জাহিদুল ইসলাম

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন,  জুলাই বিপ্লব সবার, এটা কারো একার কেডিট নয়, কোন কোন গোষ্ঠি একক দাবী করার চেষ্টা করছে। আমি জুলাই আন্দোলনের একজন কর্মী ছিলাম, সাধ্যমত চেষ্টা করেছি, জুলাইয়ে সকলের অবদান ছিল,  ঢাকার যেমন অবদান ছিল তেমনই  রাজশাহী, রাজবাড়ীসহ সকলের প্রচেষ্টায় এ বিপ্লব সংঘটিত হয়েছিল। শিক্ষার্থী থেকে শুরু করে রিক্সা চালক, ছেলে বুড়ো, নারী, শিশু, আমাদের মায়েদের অবদানের ফসল জুলাই আন্দোলন। আজ একটা গুষ্টি জুলাই আন্দোলনে একক কেডিট নেওয়ার অপচেষ্টা করে জুলাই বিপ্লবকে ছোট করার চেষ্টা করছে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলা শাখার আয়োজনে কাজী আব্দুল মাজেদ একাডেমি প্রাঙ্গণে  ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীলদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে একটা দল ভোটারদের কাছে না গিয়ে পেশী শক্তির প্রভাব আর ভারতের তাঁবেদারী করে রাষ্ট্র ক্ষমতায় আসবার নিল নকশায় ব্যস্ত রয়েছে। আপনাদের পবিত্র আমানত ভোট যোগ্য প্রার্থীকে দিবেন। কেউ ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে তা প্রতিহত করা আপনার কর্তব্য। আপনারা তা প্রতিহত করবেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ, যারা শহীদ হাদী হত্যার বিচার চায় না, আমরা তাদের দেখতে চাই, শহীদ হাদীর রেখে যাওয়া কাজ আমরা এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।
পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতান মাহমুদের সভাপতিত্বে সমাবেশে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর অঞ্চল টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, রাজবাড়ী জেলা জামায়াতের আমির ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাড. নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ হারুন অর রশীদ, ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল উদ্দিন, রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সোহেল রানা মিঠু, রাজবাড়ী ফোরামের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রইচ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সহ প্রকাশনা সম্পাদক মোঃ মহিউদ্দিন মধু,  ইসলামি ছাত্র শিবিরের রাজবাড়ী জেলা সভাপতি আবু তাহের এম. তানভীর, পাংশা পৌর আমীর কাজী ফরহাদ জামিল, বালিয়াকান্দি উপজেলা আমীর মাওলানা আঃ হাই জোয়াদ্দার প্রমুখ।
এ সময় পাংশা উপজেলা ও পৌর, কালুখালি, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের সকল পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top