১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি

জাগপা মুখপাত্র রাশেদ প্রধানের প্রার্থিতা বৈধ ঘোষণা

নিয়াজ, চট্টগ্রাম প্রতিনিধি:

জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ইসি।

প্রাথমিক প্রতিক্রিয়ায় রাশেদ প্রধান বলেন, আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে তাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। তবে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আশংকা থেকেই যাচ্ছে। সারা দেশে বিএনপির ঋণ খেলাপি প্রার্থীদের মনোনয়ন বৈধতা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে।

জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, আজ আমি এখানে দলের সভাপতি এবং একজন আইনজীবী হিসেবে আসি নাই। আমি এসেছি আমার ভাইয়ের জন্য। ওসমান হাদির হত্যার বিচার চেয়ে তার বোনার আকুতি আপনারা দেখেছেন, আমিও আমার ভাইয়ের মনোনয়নপত্র বৈধতার জন্য এসেছিলাম এবং সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। শফিউল আলম প্রধানের পুত্র এবং কন্যা হিসেবে আমরা দেশের জন্য একতাবদ্ধ আছি।

রাশেদ প্রধান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ এবং পঞ্চগড়-২ দুটি আসনে জাগপা’র প্রার্থী।

এর আগে গত ৩ জানুয়ারি হলফনামা সংক্রান্ত জটিলতায় জাগপা মনোনীত প্রার্থী রাশেদ প্রধানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান।

পরে ৬ জানুয়ারি তিনি প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। সেই আপিলে আজ শনিবার প্রার্থিতা ফিরে পেলেন জাগপা নেতা রাশেদ প্রধান।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top