১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদত্যাগ, ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাটোর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, সুজাউদ্দৌলা সুজনের স্বেচ্ছায় পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাসুদ রানা প্রামানিক কে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
এ সিদ্ধান্তে অনুমোদন দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নাটোর জেলা শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ মারুফ ইসলাম সৃজন।

প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন, নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক, আসিফ ইকবাল নতুন।

ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক কে উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে স্বাগত জানায়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top