১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪৭ হিজরি

জবিস্থ প্রজন্ম-২ বাসের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, মুগদা – আরামবাগে বসবাসকারী শিক্ষার্থীদের যাতায়াতের মাধ্যম ‘প্রজন্ম-২’ বাসের ১৯তম ব্যাচের নবীনবরণ ও ১৪তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বাসাবো বালুর মাঠ সংলগ্ন চায়নিজ পার্ক রেস্টুরেন্টে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি বিকেল ৩ ঘটিকায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও প্রজন্ম-২ বাসের উপদেষ্টা মন্ডলীর সদস্য তাসিন, মইনুল, সারওয়ার ও লাবিব। বিশেষ অতিথি হিসেবে বাসের প্রিয় মুখ, বাস চালক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সফল বাস্তবায়নের নেপথ্যে বিশেষ অবদান রাখেন বাসটির বর্তমান সভাপতি ওয়াজেদ হাসান, সাধারণ সম্পাদক রুদ্র দেব নাথ ও সহ-সভাপতি খাইরুল ইসলাম রবি।

অনুষ্ঠানের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। রুম্মান , ইয়াকুব, জয়া, মোরসালিন, মাহফুজ, নয়ন, তানিম ও সাজিয়া বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন আটজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদায়ী বক্তব্যে তারা বাসে কাটানো সোনালী দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন।

অন্যদিকে, ১৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় প্রজন্ম-২ বাসের শিক্ষার্থীরা।

নবীনদের মধ্যে নিজেকে পরিচিত করানোর প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাইফুর আহমেদ সিয়াম। এছাড়া প্রবীণ শিক্ষার্থীদের নাম মনে রাখার এক মজার প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আশরাফুল বাপ্পী এবং ছাত্রীদের মধ্যে মনোবিজ্ঞান বিভাগের নুসরাত করিম ফারিয়া জয়ী হন। তবে সর্বোচ্চ সংখ্যক নাম লিখে মূল পুরস্কারটি জিতে নেন আশরাফুল বাপ্পী। অনুষ্ঠানে ১৯তম ব্যাচের আশরাফুল বাপ্পি, আরাফাত, জাহিদ খান, অভ্র সাহা, মুস্তাভি, ইমতিয়াজ উদ্দিন, তাইফুর আহমেদ সিয়াম, ইশতিয়াকুর রহমান ইশতি, নুসরাত করিম ফারিয়া ও মোনতাহাসহ বাসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের গান ও নানান সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে উৎসবমুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। বিকেল ৪টায় কেক কাটার মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় এবং এরপর প্রীতিভোজের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় এক আনন্দঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, প্রজন্ম-২ বাসের বর্তমান শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এবং প্রাক্তন শিক্ষার্থীদের ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠানটির সাফল্যের সাথে সমাপ্তি ঘটে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top